জোর করে দুধ খাইয়ে হত্যা করতো নবজাতকদের, আদালতে নার্সের স্বীকারোক্তি

|

সাত নবজাতককে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের একটি হাসপাতালের নার্স লুসি লেটবি। আরও ছয়জনকে হত্যা চেষ্টার প্রমাণ মিলেছে। প্রায় ১০ মাসের বিচার শেষে শুক্রবার ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। খবর সিএনএনের।

আদালত জানায়, নবজাতক পরিচর্যা ইউনিটের দায়িত্বে থাকাকালীন লুসি শিশুদের শরীরে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ও বাতাস ঢুকিয়ে এবং জোর করে দুধ খাইয়ে হত্যা করেছে। ৩৩ বছর বয়সী এই নার্স পাঁচটি ছেলে শিশু ও দুটি মেয়ে শিশুকে হত্যা করেছে।

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে কাউন্টেস অব চেস্টার হসপিটাল-এ কর্মরত অবস্থায় এই কাণ্ড ঘটান। এদিকে, লুসিকে গ্রেপ্তার করার পর তার বাড়ি তল্লাশি করার সময় একটি চিরকুট পায় পুলিশ। তাতে লেখা ছিলো- ‘আই অ্যাম ইভিল, আই ডিড দিস’।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply