ধানমণ্ডিতে চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যুর অভিযোগ

|

ফাইল ছবি

রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডেঙ্গুতে আক্রান্ত এক মাদরাসা পড়ুয়া শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শিশুটির পরিবারের দাবি, এক জুনিয়র চিকিৎসকের ভুল চিকিৎসায় তাদের সন্তান ওমর বিন সাইফ রাত আনুমানিক ১২ টার দিকে মারা যায়। তবে সেখানকার মেডিকেল অফিসারের দাবি, চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি ছিল না।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হলে বেশ কয়েকটি হাসপাতালে শিশুটির চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক হানিফের অধীনে পিআইসিইউতে ভর্তি করানো হয় তাকে। এরপর, রাত ৮টা পর্যন্ত শিশুটির অবস্থা স্থিতিশীল থাকলেও পরে তার অবস্থার আরও অবনতি ঘটে। ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে- দাবি করে কর্তব্যরত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply