সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তির দিকে হোয়াইট পাউডার স্প্রে করার দায়ে আটক ইরানি নারী

|

সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তির দিকে হোয়াইট পাউডার স্প্রে করার দায়ে আটক করা হয়েছে এক নারীকে। শুক্রবার (১৮ আগস্ট) স্টকহোমে ইরানের দূতাবাসের সামনে হয় এ ঘটনা।

সেখানে পুলিশের পাহাড়ায় আবারও কোরআন পোড়ানোর কর্মসূচি পালন করছিলেন এক ব্যক্তি। এ কর্মকাণ্ডের প্রতিবাদ জানান ক্ষুব্ধ এক মুসলিম নারী। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে পাউডার স্প্রে করেন তিনি। সাদা পোশাকে থাকা সুইডিশ পুলিশ আটক করে তাকে। নাম-পরিচয় প্রকাশ করা না হলেও, তিনি ইরানি বংশোদ্ভুত বলে জানা যায়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

সুইডেনে কোরআন অবমাননার দায়ে শুক্রবারও বিভিন্ন দেশে সুইডিশ দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়। গত কয়েক বছরে বেশ কয়েকবার কোরআন পোড়ানোর ঘটনা হয়েছে সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply