টেকনাফের পাহাড়ে ডাকাতের আস্তানা, অভিযানে গ্রেফতার ৬

|

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা ও ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর পশ্চিমের দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। গ্রেফতারকৃতরা হলেন— ফয়সাল (৪০), মো. বদি আলম (৩৫), কবির আহাম্মদ (৪৩), সৈয়দ হোসেন (৩২), দেলোয়ার হোসন (৩৫) ও মিজানুর রহমান (২৬)।

এ সময় র‍্যাব জানায়, দুর্গম পাহাড়ে একটি ডাকাত দলের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। অভিযানের সময় র‍্যাবের সদস্যদের ওপর হামলা চালায় ডাকাত দলের সদস্যরা। তখন ধাওয়া করে দলের মূলহোতা ফয়সালকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদের আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও নানা সরঞ্জাম। গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply