বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের হিটের প্রথম রাউন্ডে ভালো শুরু করেও সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।
হাঙ্গেরির বুদাপেস্টে প্রতিযোগিতার প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক রাউন্ড ছিল ইমরানের। ১০.৫০ সেকেন্ড সময় নেন তিনি। দ্বিতীয় হওয়া মোজাম্বিকের অ্যাথলেট অনিসিও পারেইরার টাইমিং ১০.৮৯ সেকেন্ড। কিন্তু সেমিফাইনালে উঠার লড়াইয়ে ৬ নম্বর হিটে অংশ নিয়ে ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হন ইমরান। সব মিলিয়ে ৫৫ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন বাংলাদেশি এই অ্যাথলেট।
সেমিফাইনালে উঠা ২৪ প্রতিযোগীর মধ্যে সবশেষ জনের টাইমিং ছিল ১০.২০ সেকেন্ড। গেলো বছর জাতীয় অ্যাথলেটিকসে ইমরানুরের টাইমিং ছিল ১০.২৯ সেকেন্ড। সে সময় ওই টাইমিং ছিল দেশের নতুন জাতীয় রেকর্ড। সেই রেকর্ড ইমরানুর নিজেই ভেঙেছিলেন গত মাসে ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। সেখানে আগের থেকে ০.০৪ সেকেন্ড কম নিয়েছিলেন তিনি।
/এম ই
Leave a reply