নিজেদের দাবির প্রতি বিদেশিদের সমর্থন না পাওয়ার কারণেই বিএনপির নেতারা গত দুই দিন ধরে মলিন মুখে কথা বলছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
রোববার (২০ আগস্ট) সকালে প্রেসক্লাবে ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনার অংশ হিসেবেই ২১ আগস্ট মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি না দিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে অনুমতি দেয়া হয়। মূলত খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পরিকল্পনাতেই এই হামলা হয় বলেও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, টাকা দিয়ে কিছু বিবৃতি কেনা ছাড়া বিদেশিদের কোনো সমর্থনই পায়নি বিএনপি। যারা হত্যার রাজনীতির সাথে যুক্ত তাদের প্রত্যাখান করতে দেশবাসীর প্রতি আহবানও জানান তিনি।
এটিএম/
Leave a reply