নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চলতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (২০ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এ আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী। তিনি বলেন, আপিল শুনানির জন্য তাদের পর্যাপ্ত সময় দেয়া হয়নি। ড. ইউনূসের সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। অবশ্য রায় পক্ষে আসায় সন্তুষ্ট কলকারখানা অধিদফতরের আইনজীবী। তিনি জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
গত বৃহস্পতিবার ড. ইউনূসের আবেদনের আপিল শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য ছিলো। এর আগে, গত ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার শ্রম আদালত। এরপর ২১ জুন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস।
এদিকে, ৪৮৮ কোটি টাকা কর পরিশোধ করতে ট্যাক্সেস আ্যপিলেট ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন ড. ইউনূস।
এটিএম/
Leave a reply