সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ ৫ লাখ টাকা: বিআরটিএ

|

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫ লাখ টাকা আর অঙ্গহানি হলে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার।

রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

তিনি জানান, আগের দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন না। বিধি কার্যকর হওয়ার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত-নিহত সবাই পাবেন ক্ষতিপূরণ।

দুর্ঘটনার পর পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই তালিকা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ২ সেপ্টেম্বর কাওলা থেকে ফার্মগেট অংশে উদ্বোধন করা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে ফার্মগেট আসতে বাসের টোল হবে ১৬০ টাকা। প্রাইভেট কারকে দিতে হবে ৮০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ টাকা, ৬ চাকার বেশি যানবাহনকে দিতে হবে ৪শ’ টাকা টোল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply