পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করলো ভারত

|

পেঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের সরকার। রোববার (২০ আগস্ট) সকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানির ওপর এই শুল্ক বহাল থাকবে।

আমদানিকারকরা জানিয়েছেন, এতে আমদানি অব্যাহত থাকলেও দাম কিছুটা বাড়বে। ইতোমধ্যে রাজধানীতে প্রভাব পড়তে শুরু করেছে। আমদানি জাতের দাম মানভেদে ৫ টাকা বেড়ে ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সরকার রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এর আগে ভারত সরকার স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে নিজস্ব মজুত থেকে তিন লাখ টন বাজারে ছাড়ার ঘোষণা দেয়। গতকাল হিলি স্থলবন্দর দিয়ে ৪১টি ট্রাকে এক হাজার ২০৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি বেশি হচ্ছে।

এদিকে, রাজধানীর বাজারে পেঁয়াজের যোগান ভালো। আমদানি জাতের দাম বাড়লেও দেশি জাতের দাম উচ্চ মূল্যে স্থির আছে। প্রতি কেজির জন্যে গুণতে হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply