ভারত যুক্তরাষ্ট্রকে কিছু বললে তা সবার জন্যই ভালো: পররাষ্ট্রমন্ত্রী

|

ভারত সরকার অত্যন্ত পরিপক্ক। তারা তাদের নিজেদের জন্য এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি যুক্তরাষ্ট্রকে কিছু বলে থাকে, তাহলে সেটি সবার জন্যই ভালো হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২০ আগস্ট) দুপুরে ব্রিকস সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জানান, সম্মেলনে যোগদানের পাশাপাশি বাংলাদেশি কূটনীতিকদের নিয়ে রিজিওনাল এনভয় কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, জোহানেসবার্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারটি শেষ মুহূর্তে চূড়ান্ত হতে পারে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত বন্দিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নজির নেই।

উল্লেখ্য, ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply