দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে। রোববার (২০ আগস্ট) পর্যন্ত ২ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে প্রশাসন। ভস্মীভূত ২০০ এরর মতো ঘরবাড়ি ও স্থাপনা। খবর রয়টার্সের।
আগুনের লেলিহান শিখায় ২০ হাজার একরের মতো জায়গা পুড়ে গেছে। ফায়ার ব্রিগেডের তথ্য, এখনও তিনটি জায়গায় সক্রিয় দাবানল। রাজ্যটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্পোকেন শহর। বন্ধ রাখা হয়েছে শহরটির সাথে অন্যান্য রাজ্যের মূল সংযোগ সড়ক।
এদিকে, রাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগ জানিয়েছে, শুক্রবার দুপুরে শহরের পশ্চিমাঞ্চলে দাবানলের সূত্রপাত। শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসের কারণে দ্রুতগতিতে ছড়াচ্ছে আগুন। নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে হাজার-হাজার বাসিন্দাকে। দুইটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের রোগী, চিকিৎসক ও নার্সদের সরানো হয়েছে স্থানীয় বিদ্যালয় ভবনে।
/এমএন
Leave a reply