ডেঙ্গু: চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো, আগস্টেই ৫০ হাজার

|

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এই বছরে এখন পর্যন্ত সারাদেশে এক লাখ দুই হাজার ১৯১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে চলতি মাস আগস্টেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন অর্ধ লাখের বেশি মানুষ।

সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে আরও দুই হাজার ১৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর প্রাণহানি হয়েছে ৯ জনের।

রোববার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭২ জন। ঢাকার বাইরের ১ হাজার ৩২৫ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯ হাজার ৩২৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫২ হাজার ৮৬৩ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯‌৪ হাজার ২০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৪৮ হাজার ৬৬২ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply