নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান

|

চলছে তিতাসের অভিযান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে রূপগঞ্জ ও সাভারে অভিযান চালিয়েছে তিতাস। সোমবার (২১ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডহরগাঁও ও কাতরার চর এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

অভিযানে বিচ্ছিন্ন করা হয় আবাসিকের ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ। ১৫টি খাবার হোটেলের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় রেগুলেটর, রাইজার ও বিপুল পরিমাণ পাইপ। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিতাসের কর্মকর্তারা।

এদিকে, সাভারের আশুলিয়ার শৈলডুবি এলাকাতেও দিনভর অভিযান চালায় তিতাস। বিচ্ছিন্ন করা হয় সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ। জব্দ করা হয় চুলা, রাইজার ও পাইপ। এসময় একজনকে ২০ দিনের জেল ও কয়েকজনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। অভিযানকালে উপস্থিত ছিল তিতাসের বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply