ভয়াবহ দাবানলের ১৩ দিন পর হাওয়াই দ্বীপপুঞ্জ পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরে তার সফরসঙ্গী ছিলেন ফার্স্টলেডি জিল বাইডেন। পরিদর্শনকালে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা। খবর এবিসি নিউজের।
মঙ্গলবার (২২ আগস্ট) ভস্মীভূত লাহাইনা পরির্দশন করেন প্রেসিডেন্ট। সেখানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে জো বাইডেন আশ্বাস দেন- উদ্ধার, ত্রাণ ও সংস্কার কাজে সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। এ সময়, হাওয়াইয়ের দুর্যোগের ব্যাপারে বাইডেন প্রশাসন খুবই উদাসীন- বলে অভিযোগ করে দ্বীপবাসী।
প্রসঙ্গত, চলতি মাসেই হাওয়াইতে সংঘটিত ভয়াবহ দাবানলে ১১৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ অন্তত সাড়ে ৮০০ মানুষ। তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। তবে, এখন আর জীবিত অবস্থায় কাউকে উদ্ধারের কোনো সম্ভাবনা নেই- বলে জানিয়েছেন হাওয়াইয়ে কর্মরত স্বেচ্ছাসেবীরা।
/এসএইচ
Leave a reply