সঠিকভাবে মশা নিয়ন্ত্রণ হচ্ছে না বলেই ডেঙ্গু কমছে না: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

মশা যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেভাবে হচ্ছে না বলেই ডেঙ্গুর সংক্রমণ কমছে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, ডেঙ্গুর সেবা নিয়ে মানুষের অভিযোগ নেই। তবে, মশা না কমলে রোগী কমবে না। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৫শ’ মানুষের মৃত্যু এবং ১ লাখ লোক আক্রান্ত হয়েছে।

এ সময়, মশা নিধন কার্যক্রম জোরদার করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশপাশের দেশের থেকে বাংলাদেশে পরিস্থিতি খারাপ। সবাইকে যার যার জায়গায় দায়িত্ব পালন করতে হবে। সিটি করপোরেশনগুলো যেন ভেজাল ওষুধ না ছিটায় সে আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি সিটি করপোরেশনের ওষুধ নিয়ে সমালোচনা হচ্ছে।

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, মশা নিধনে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।

আরও পড়ুন: কীটনাশক নিয়ে সমালোচনাকারীরা ব্যবসায়ী: মেয়র তাপস

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply