এশিয়া কাপের ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে ৩০ আগস্ট করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল। টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে সবার আগে পাকিস্তানে পৌঁছেছে নেপাল ক্রিকেট দল। তবে স্কোয়াডে থাকলেও আদালতে শুনানি থাকায় দলের সাথে একযোগে যেতে পারেননি নেপাল ক্রিকেটের ‘পোস্টার বয়’ সন্দিপ লামিচানে।
নেপালের অন্যতম সেরা ক্রিকেটার হলেন সন্দীপ লামিচানে। তার পারফরমেন্সের ভিত্তিতেই এশিয়া কাপে প্রথমবার সুযোগ পেয়েছে নেপাল; কিন্তু গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। সেই মামলায় আগামী রোববার তাকে আদালতে হাজির হতে হবে। যে কারণে এশিয়া কাপ খেলতে যেতে পারেননি তিনি।
মঙ্গলবার (২২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশে রওনা দেয়ার আগে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজার প্রদীপ মাজগাইয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু লামিচানের বিরুদ্ধে আদালতে বিচারাধীন মামলা রয়েছে, তাই এখন সে আমাদের সঙ্গে যাচ্ছে না।
নেপালের হয়ে লামিচানের বোলিং রেকর্ড অসাধারণ। ৪৯ ওয়ানডে খেলে শিকার করেছেন ১১১ উইকেট। স্রেফ ৪২ ম্যাচে ১০০ ওয়ানডে উইকেট ছুঁয়ে রশিদ খানকে ছাড়িয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতেও রেকর্ডটি নিজের করে নেয়া হাতছানি আছে তার সামনে। ৪৪ ম্যাচে এখন ৮৫ উইকেট তার। ৫৩ ম্যাচে ১০০ ছুঁয়ে এখানেও রেকর্ডটি এখন রশিদের।
আগামী বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুলতানে পাকিস্তানের বিপক্ষে নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে পরের ম্যাচটি খেলবে তারা ভারতের বিপক্ষে, শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ৪ সেপ্টেম্বর।
/আরআইএম
Leave a reply