সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। একইসাথে তাদের মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করেছেন, এ কথা বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ-কাতার মানবাধিকার কমিশনের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, বাংলাদেশ মানবাধিকার বিষয়ে কাতারের সাথে অংশীদারিত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের সংগ্রাম আন্তর্জাতিক মানবাধিকার দ্বারা স্বীকৃত। এছাড়া, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এখনও চলমান আছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply