গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, লাঠির আঘাতে যুবকের মৃত্যু

|

ঘটনাস্থলে উৎসুক জনতা।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোতাল্লিব মুন্সি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে পৌরশহরের মহেশপুর সবজিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন নিহতের দুই ভাই মোবাই মুন্সি ও আরিফ মুন্সি।

স্থানীয়রা জানান, রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন আধা শতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের আব্দুল মান্নান ও মোতাল্লিবের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওই জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে মোতাল্লিব ও তার দুই ভাই বাধা দেন। এসময় আব্দুল মান্নান ও তার পরিবারের লোকজন তাদেরকে এলোপাতাড়ি মারপিট করতে থাকলে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোতাল্লিব। আহত হয় তার দুই ভাই। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান, তার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply