ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, নতুন ভর্তি ২২০১

|

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণ গেলো। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২০১ রোগী। সরকারি হিসাবে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গেল ২৪ দিনে হাসপাতালে ভর্তি হন ৫৬ হাজার ৭৯৮ জন। স্বাস্থ্য অধিদফতরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য বলছে, সারাদেশের ১৩০ হাসপাতালে ডেঙ্গু নিয়ে এখন ভর্তি আছেন ৭ হাজার ৯৪২ জন।

সর্বশেষ প্রাণ যাওয়া ৮ জনের মধ্যে ৬ জনই মারা যান রাজধানীর হাসপাতালে। ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ৯২ শতাংশ সুস্থ হচ্ছেন। আক্রান্ত ১০০ জনের মধ্যে ৮ জন ভর্তি থাকছেন হাসপাতালে। মৃত্যুর হার দশমিক ৫ শতাংশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply