হিমাচল প্রদেশে ধসে পড়লো ৮ বহুতল ভবন

|

হিমাচল প্রদেশে কমছেই না বিপর্যয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) পর্যটন নগরী, কুলুতে ভূমিধসে ধূলিসাৎ হয়ে গেছে ৮টি বহুতল ভবন। অবশ্য, হতাহতের কোনো খবর মেলেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভেঙে পড়া ভবনগুলোর মধ্যে ৪টি আবাসিক, চারটি বাণিজ্যিক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশকিছু ঘরবাড়ি। সাব-ডিভিশনাল মেজিস্ট্র্যাট নরেশ ভার্মা জানান, জুলাই থেকে চলমান বন্যায় ফাটল ধরেছে বেশিরভাগ স্থাপনায়; সরে যাচ্ছে নিচের মাটি। ঝুঁকিপূর্ণ অবস্থায় আবাসিক, ব্যাংক, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ২৩টি ভবন।
এরইমধ্যে, সেগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আন্নি এলাকায় জারি করা হয়েছে সতর্কতা।

শুধু আগস্টেই, বন্যা-ভূমিধসে ১২০ জনের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে। চলতি বর্ষা মৌসুমে তিন শতাধিক মানুষের প্রাণহানি দেখলো রাজ্যটি। আহত বহু মানুষ। রাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে ১২ হাজার কোটি রূপির। সংস্কারে একবছরের বেশি সময় লাগবে, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply