বিমান দুর্ঘটনার শিকার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগিনি প্রিগোঝিনসহ ১০ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের ফ্লাইট রেকর্ডার। খবর রয়টার্সের।
শুক্রবার (২৫ আগস্ট) এসব তথ্য জানিয়েছে রাশিয়া। মরদেহগুলোর ময়নাতদন্ত করে দেখা হবে বলে জানান তদন্তকারীরা। গেলো বুধবার মস্কো যাবার পথে বিধ্বস্ত হয় প্রিগোঝিনকে বহনকারী বিমান। বোমা অথবা মিসাইল হামলার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে দাবি করা হয় ভাড়াটে সেনাদলটির তরফ থেকে। অনেকেই অভিযোগের আঙ্গুল তোলেন ক্রেমলিনের দিকে। তবে তা অস্বীকার করেছে মস্কো। এমন দাবি পুরোপুরি মিথ্যা বলে দাবি পুতিনের।
গত জুনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ মিশনে নেতৃত্ব দেন প্রিগোঝিন। এরপর গোষ্ঠীর সদস্যদের বড় একটি অংশসহ তাকে পাঠিয়ে দেয়া হয় বেলারুশে।
এটিএম/
Leave a reply