এমটিএফই’র প্রতারণায় দিশেহারা জয়পুরহাটের গ্রাহকরা

|

এমটিএফই’র প্রতারণায় দিশেহারা জয়পুরহাটের গ্রাহকরা। ধর্না দিচ্ছেন কথিত টিম লিডারদের বাড়িতে-বাড়িতে। তবে, লাপাত্তা সবাই। থানায় মামলাও করেছেন একজন। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

এমটিএফই’র সাথে জড়িত সবাই এখন লাপাত্তা। থানায় এজাহার দায়ের করেছেন ইমন নামে ভুক্তভোগী এক যুবক।

মামলার পর জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। পাশাপাশি, গ্রাহকদের সতর্ক হওয়ার আহ্বান প্রযুক্তি সংশ্লিষ্টদের।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ঈশতিয়াক আহম্মেদ বলেন, জেলায় এমটিএফই’র অফিসে প্রকাশ্যে যারা ছিলেন, অনেকে নেপথ্যে অনেকে থাকতে পারেন। আমরা তাদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছি।

গত দু’বছরে জয়পুরহাট থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছে দুবাইয়র অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply