‘মশার উৎস যত বেশি ধ্বংস করা যাবে, নিধন কার্যক্রম তত ফলপ্রসূ হবে’

|

মশার উৎস যত বেশি ধ্বংস করা যাবে, মশক নিধন কার্যক্রম ততো বেশি ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগের কালি মন্দিরে মশক নিধন কার্যক্রমে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

মেয়র তাপস বলেন, যেসব ওয়ার্ডে দশজনের বেশি রোগী আছে, সেখানেই এ কার্যক্রম পরিচালনা করা হবে। মাঠ পর্যায়ের কাজ আরও বেগবান করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, মার্শাল এগ্রোর কাছ থেকে মশক নিধন সরঞ্জাম নিলেও তাদের সাথে চুক্তির ব্যত্যয় হয়নি। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে। যেকোনো সরঞ্জাম সরাসরি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অনুমতি নিয়ে আমদানি করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply