টেকনাফে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

|

কক্সবাজার করেসপন্ডেন্ট:

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অভিযানে চার লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আলুগোলা মাঝেরকাঠি এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ৬ জন ব্যক্তি ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে বাংলাদেশের ভেরতে প্রবেশ করছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগগুলো ফেলে মিয়ানমারে পালিয়ে যায়। টহলদল সেখান থেকে ৪টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগ থেকে থেকে চার লক্ষ ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। চোরাকারবারীদেরকে শনাক্তে কাজ চলছে বলেও জানায় বিজিবি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply