হাঁটুর ইনজুরির চিকিৎসা নিতে সোমবার (২৮ আগস্ট) লন্ডন যাচ্ছেন বাংলাদেশি পেসার এবাদত হোসেন। এই চোটের কারণেই এবারের এশিয়া কাপ খেলা হচ্ছে না এবাদতের।
শনিবার এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানান, টিকিট নিশ্চিত হলেই সে আগামীকাল যাবে। সেখানে অলরেডি একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেয়া হয়েছে। এবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত হোসেন। ধারণা করা হয়েছিল, এবাদত হোসেনের হাঁটুর চোট তেমন গুরুতর নয়। সেই সময় ক্রিকেট বোর্ড পুনর্বাসন ও পরিচর্যা করেই তাকে খেলায় ফেরাতে চেয়েছিলেন। তবে গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তার। শেষ পর্যন্ত এশিয়া কাপ মিস করেছেন সিলেট এক্সপ্রেস।
সময় মতো চোট থেকে সেরে না ওঠায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও এবাদতের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও দলের পেস ইউনিটের অন্যতম এই সদস্যকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে চায় ম্যানেজমেন্ট। এজন্য কোনো ধরনের ঝুঁকি না নিয়ে এবাদতকে ইংল্যান্ড পাঠানো হচ্ছে।
/আরআইএম
Leave a reply