প্রিগোঝিনের মৃত্যু নিশ্চিত করলো রাশিয়া

|

ডিএনএ পরীক্ষায় সনাক্ত হলো 'ওয়াগনার' প্রধান প্রিগোঝিনের মৃত্যু। ছবি: সংগৃহীত

ডিএনএ পরীক্ষায় সনাক্ত হলো রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের মরদেহ। এর মধ্য দিয়ে বিমান দুর্ঘটনায় প্রিগোঝিনের মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত করলো মস্কো।

রোববার (২৭ আগস্ট) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি। তদন্তকারী কমিটি (এসকে) জানায়, ফরেনসিক টেস্টের মাধ্যমে প্রিগোঝিনসহ ১০ জনের সবার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শুরুতে নিহতের তালিকায় যাদের নাম উঠে আসছিল, তাদের সাথে ডিএনএ নমুনার মিল পেয়েছে বলে জানায় তারা।

এক সময় ভ্লাদিমির পুতিনের খাবার সরবরাহকারী ছিলেন ইয়েভগেনি প্রিগোঝিন। সেই সম্পর্কের সূত্র ধরে তাকে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী গ্রুপ ‘ওয়াগনার’ গড়ে তোলার দায়িত্ব দেয়া হয়। পুতিনের পৃষ্ঠপোষকতায় গড়া এ গ্রুপের সদস্যরা আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের পক্ষে দায়িত্ব পালন করে থাকে।

এর আগে, গত বুধবার (২৩ আগস্ট) মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ১০ আরোহীসহ বিধ্বস্ত হয় প্রিগোঝিনের ব্যক্তিগত বিমানটি। এতে নিহতের তালিকায় ওয়াগনার প্রধানসহ ভাড়াটে যোদ্ধা সংগঠনের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এসেছিল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply