ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে মেয়েদের বোরখা পরা নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। খবর বিবিসির।
ফ্রান্সের স্কুলগুলোতে বোরখা পরা নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলে আসছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের স্কুলগুলোতে বোরখা পরা মুসলিম শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশটিতে।
এদিকে, এ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। উগ্র ডানপন্থী দলগুলো মুসলিম নারীদের এ পোশাক নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। একটি সাক্ষাৎকারে দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেন, শ্রেণিকক্ষে প্রবেশ করে কোনো শিক্ষার্থীর পোশাক দেখে তার ধর্ম আলাদা করে চিহ্নিত করতে পারা উচিত নয়। এ জন্য স্কুলে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। তবে বামপন্থি দলগুলো এ ক্ষেত্রে মুসলিম নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এসজেড/
Leave a reply