বিশ্বকাপ জিততে ভারতের প্রয়োজন ভাগ্য: গাভাস্কার

|

ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপ জিততে শুধু সেরা দল নয়, ভাগ্যকেও পাশে পেতে হবে ভারতকে। এমন মত, দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের। পাশাপাশি অলরাউন্ডাররাই এবারের বিশ্বকাপে পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন তিনি।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বৈশ্বিক কোনো শিরোপা জেতা হয়নি ভারতের। রোহিত-কোহলিদের দৌড় থেমে যাচ্ছে শেষ চারেই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হার। এর আগে ২০১৯ বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কপাল পুড়েছে ভারতের। এবার ঘরের মাঠে শিরোপা খরা ঘুচানোর আলোচনা যখন জোরশোরে, তখন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করিয়ে দিলেন, ট্রফি জিততে ভাগ্যকেও পাশে পেতে হবে রোহিত শর্মার দলকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে আগামী ওয়ানডে বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনার প্রসঙ্গে গাভাস্কার বলেন, আমাদের অনেক মেধা আছে, তবে নকআউট পর্বে আপনার ভাগ্যের দরকার পড়বে। নকআউট পর্বে যেসব ম্যাচে আমরা হেরেছি, আমাদের ভাগ্য বরাবরই খারাপ ছিল।

অবশ্য ভাগ্যের পাশাপাশি অলরাউন্ডারদের পারফরম্যান্সের দিকেও জোর দিয়েছেন গাভাস্কার। তৃতীয় শিরোপা ঘরে তোলার মিশনে পার্থক্য গড়ে দেবেন অলরাউন্ডাররা, এমন মত দেশটির সাবেক এই অধিনায়কের। ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের বক্তব্য, ‘৮৩ বিশ্বকাপজয়ী দলটিতে বিশ্বমানের সব অলরাউন্ডার ছিল। ‘১১ বিশ্বকাপের দলেও একই চিত্র ছিল। রায়না, যুবরাজ, শচীন, শেবাগরা বোলিং করতে পারত। এটা বাড়তি পাওনা ছিল। ফলে যে দলের অলরাউন্ডার আছে, তারা এগিয়ে থাকবে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক।

আসন্ন বিশ্বকাপে ভারত অধিনায়কের ওপর বাড়তি চাপের প্রসঙ্গে গাভাস্কার বলেন, দিনশেষে শিরোপা আর ম্যাচ জয়ের সংখ্যার ভিত্তিতেই বিবেচিত হবেন আপনি। আসন্ন দুটি (এশিয়া ও বিশ্বকাপ) টুর্নামেন্টের শিরোপা জয় রোহিত শর্মাকে ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বানিয়ে দিতে পারে।

/এএম

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply