দু’দিন পর ফের পানি বাড়ছে সীমান্তবর্তী নদীগুলোতে

|

দু’দিন পর ফের পানি বাড়ছে উত্তরাঞ্চলের নদ-নদীগুলোর। ফুঁসে উঠেছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ বেশিরভাগ সীমান্ত নদী।

মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে পানি বেড়ে বিপদ সীমার আশপাশে বইছে এসব নদী। এতে লালমনিরহাটের চর ও নিম্নাঞ্চল থেকে পানি সরতে দেরি হচ্ছে। বাড়ি-ঘর থেকে পানি নেমে গেলেও নষ্ট হয়েছে জমির ফসল।

কুড়িগ্রামেও তিস্তার পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে। বারবার পানি ওঠায় ক্ষতিগ্রস্ত সড়ক ও ঘরবাড়ি।

এদিকে মধ্য ও পূর্বাঞ্চলেও নদীর পানি বেড়ে চলেছে। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপরে। নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানিও বিপদ সীমা ছাড়িয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply