নরসিংদীতে চার দফা দাবিতে মানববন্ধন ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকদের

|

ষ্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে চার দফা দাবিতে দেশব্যাপী ম্যাটস্ (মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি ও মানববন্ধন করেছে ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নরসিংদী জেলা শাখা।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে নরসিংদী সদর হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা চিকিৎসক পরিষদ জেলা শাখার শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, শিক্ষার্থী মাহফুজুল রহমান, জাহিদ হাসান, রোহান, মাহমুদুর রহমান, শর্মিলা রহমান আখি ও খুশবু নাহারসহ শতাধিক ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবি হলো ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান। এই চার দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply