নাইকো মামলা: খালেদা জিয়ার আবেদন খারিজ, বিচার চলবে

|

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাতে নিম্ন আদালতে এই মামলার বিচারকাজ চলবে।

বুধবার (৩০ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে গত ১৭ মে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। কয়েক দফা শুনানি শেষে আদালত আজ আদেশ দেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, খালেদা জিয়া ন্যায়বিচার পাচ্ছেন না। খালেদা জিয়ার সাথে আলাপ করে এই আদেশ চ্যালেঞ্জ করে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, এ মামলায় অপরাধের উপদান আছে বলেই বিচারিক কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব আইন-কানুন ও সাক্ষ্য মেনেই খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া চলেছে।

হাইকোর্টের এই আদেশের ফলে আগামী ১২ সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্য নেয়ার প্রস্তুতি নিচ্ছে দুদক। গত ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply