১০০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় মৌসুমি ঝড়ের কবলে ফ্লোরিডা

|

মার্কিন রাজ্য ফ্লোরিডা ও জর্জিয়ার ওপর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ইডালিয়া। এখন পর্যন্ত দু’জনের প্রাণহানির খবর মিলেছে। বিদ্যুৎহীন চার লাখ ৪০ হাজারের বেশি মানুষ। খবর রয়টার্সের।

ফ্লোরিডা প্রশাসন বলছে, ঝড়ে ৭৫ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত। রাজ্যজুড়েই প্রবল বন্যা। প্লাবিত লোকালয় এবং আবাদি জমি। প্রাণহানি এড়াতে, লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে জর্জিয়ায় হচ্ছে ভারি বৃষ্টিপাত ও ভূমিধস। উপড়ে পড়ছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। দুটি রাজ্যেই বহাল সতর্কতা সংকেত। জাতীয় আবহাওয়া অধিদফতর বলছে, বর্তমানে নর্থ ক্যারোলাইনার দিকে যাচ্ছে ঝড়টি। তবে কমে এসেছে এর গতিবেগ। পরিণত হয়েছে লঘুচাপে। ‘ক্যাটাগরি-থ্রি’তে নামানো হয়েছে ঝড়ের ভয়াবহতা।

প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, এখনও যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে ইডালিয়া। ফ্লোরিডার ১০০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী মৌসুমী ঝড়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply