ছুরিকাঘাতের অভিযোগে ফিলিস্তিনি কিশোরকে হত্যা

|

ছুরিকাঘাতের অভিযোগে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (৩০ আগস্ট) রাতে দামেস্ক গেইটের কাছে চালানো হয় অভিযান। খবর রয়টার্সের।

ইসরায়েলি সেনাদলের অভিযোগ, ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় ওই কিশোর। এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে পথচারীদের ওপর। বিবৃতিতে সেনাবাহিনী দাবি করে, তাকে প্রতিহত করতেই ছোড়া হয় গুলি। যাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৫ বছরের ফিলিস্তিনি কিশোর। তাকে খালেদ আল জানিন হিসেবে শনাক্ত করা হয়েছে। বেইত হানিনা এলাকায় কিশোরটির পৈতৃক বাড়িতেও অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এছাড়া, ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয় ফিলিস্তিনি সাংবাদিকদের।

জাতিসংঘের হিসাব অনুসারে, এ বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। যাদের বেশিরভাগ নারী ও শিশু।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply