বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন উদ্যোক্তারা, তবে কিছু সুযোগ-সুবিধা চেয়েছে: অর্থমন্ত্রী

|

বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে মার্কিন উদ্যোক্তারা আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, মার্কিন প্রতিনিধিদের সাথে বাণিজ্য-বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সচিবালয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা জানান অর্থমন্ত্রী। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের এ বৈঠক শেষে মন্ত্রী জানান, মার্কিন উদ্যোক্তারা কৃষি, গাড়ি, গ্যাসসহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। তবে এক্ষেত্রে তারা কর ছাড়সহ কিছু সুযোগ সুবিধাও চেয়েছেন।

অর্থমন্ত্রী জানান, বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা দূরের আহ্বান জানিয়েছে প্রতিনিধি দল। সহায়ক অবকাঠামোতে বিনিয়োগের আগ্রহ আরও বাড়বে বলেও মনে করেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি এখন নানামুখী চাপে আছে। যুদ্ধের কারণে পণ্য মূল্য বেড়েছে। দেশের অর্থনীতিও ভালো চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply