চলছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মহারণ। ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের দারুণভাবে পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছে এশিয়ার দলগুলো। আর বরাবরের মতোই এই আসরেও দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ভারত-পাকিস্তান ম্যাচ। যেটাকে ‘ক্রিকেটের ক্লাসিকো’ ম্যাচ বলে আখ্যা দিয়ে থাকে বিশ্লেষকরা।
রাজনৈতিক দ্বৈরথ ও নানা ঐতিহাসিক কারণের জের ধরে ভারত-পাকিস্তান ম্যাচে থাকে আলাদা উত্তেজনা। মাঠের লড়াইয়েও দুই দলে খেলোয়াড়দের মাঝে থাকে সেরাটা দেবার তাগিত, থাকে বাড়তি আগ্রাসনও। এই যেমন দুই দলে দুই তারকা বাবর আজম ও ভিরাট কোহলির মাঝে থাকে টপ স্কোরার হবার লড়াই। এই দুইজনের মাঝে তুলনা করতে দেখা যায় দুই দেশের ক্রিকেট বিশ্লেষকদের। কিন্তু মাঠের বাইরে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের সখ্যতার নজিরও আছে অনেক। এই যেমন কোহলি ও বাবরের মধ্যে আছে সুসম্পর্ক।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ১৩১ বলে ১৫১ রানের দারুন এক ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপের ব্রডকাস্টারকে এরপর দেয়া সাক্ষাৎকারে বাবর জানিয়েছেন তার ক্যারিয়ারে ভিরাট কোহলির অবদান আছে অনেকটা।
বাবর আজম বলেন,ভিরাটের থেকে অনেক কিছু শিখেছি। ওর মতো ক্রিকেটার যদি প্রশংসা করে, তা হলে আত্মবিশ্বাস বেড়ে যায়। ভিরাটের সঙ্গে কথা বলাটা আমার কাছে খুবই গর্বের মুহূর্ত। ২০১৯ সালে ভিরাটের সঙ্গে কথা হয়েছিল আমার। সেই সময়ে ও দারুন ফর্মে, এখনও সেই ফর্মেই রয়েছে। আমার ব্যাটিং নিয়ে ভিরাটকে প্রশ্ন করেছিলাম। ও আমাকে খুব গভীর ভাবে অনেক কিছু বুঝিয়েছিল। সেটা আমাকে অনেক সাহায্য করেছে।
এদিকে বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ ভিরাটও। ভারতীয় এই ব্যাটার বলেন, প্রথম দিন থেকেই বাবর আমাকে খুব সম্মান করে। ও খুব বড় মাপের ব্যাটার। এই মুহূর্তে সব ধরণের ক্রিকেটে ও ভালো খেলছে। তাতেও আমার প্রতি ওর ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি।
মাঠের উত্তেজনার বাইরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকা খেলোয়াড়দের মাঝে এমন সখ্যতা প্রশংসা পাচ্ছে সকলের।
/আরআইএম
Leave a reply