শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ওপর রাজনৈতিক নিপীড়ন ও জুডিশিয়াল হয়রানির বন্ধের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের একাংশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পুরানা পল্টন ঘুরে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ড. ইউনূস বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেন। তার জন্য বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে চেনে। এমন একজন সম্মানিত মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বর্তমান সরকার। যা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে এই হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি অর্থ বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ করেন ড. রেজা কিবরিয়া।
/এমএন
Leave a reply