পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৯, আহত ২০

|

পাকিস্তানে বেড়েছে বোমা হামলার ঘটনা। ছবি: এপি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৯ পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। খবর রয়টার্সের।

প্রতিরক্ষা দফতর জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় হামলার শিকার হয় নিরাপত্তা বাহিনী। জায়গাটি
আফগান সীমান্তের কাছাকাছি। এক মোটরসাইকেল আরোহীর শরীরে বোমা বাঁধা ছিল। পুলিশের গাড়িবহরের মাঝে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় সে। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিকভাবে সন্দেহ যাচ্ছে জঙ্গি সংগঠন আল-কায়েদা বা আইএসের দিকে। পুলিশের অভিযোগ, হামলাকারীদের অর্থ-অস্ত্র দিয়ে সাহায্য করছে প্রতিবেশী তালেবান সরকার।

খাইবার পাখতুনখোয়া এলাকায় আত্মঘাতী হামলার ঘটনা এটাই প্রথম নয়। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে, আগস্ট মাসে একটি রাজনৈতিক দলের সম্মেলনে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। নিহত হয় ৬০ জনের মতো। একশর বেশি লোক আহত হয়েছিল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply