দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ড: নিহত বেড়ে দাঁড়ালো ৭৪

|

দক্ষিণ আফ্রিকার রাজধানীতে বহুতল ভবনে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৭৪ জনে। দুর্ঘটনায় আরও ৫০ বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত বহুতল ভবনটিতে ছড়ায় আগুন। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফরেনসিক সার্ভিসের প্রধান থেমবালেথু এমপাহলাজা এক সংবাদ সম্মেলনে বলেন, এই ট্র্যাজেডিতে ৭৪টি মৃতদেহের মধ্যে রয়েছে ১২টি শিশুও। স্থানীয়রা জানায়, ভবনটিতে ২০০ জনের মতো মানুষ থাকতো।

হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা, অগ্নিদগ্ধের বেশির ভাগই ভুগছেন শ্বাসকষ্টে। বাড়তে পারে মৃতের সংখ্যা। এদিকে, নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। সময়ের সাথে কমছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। এরইমধ্যে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দুর্গত এবং নিহতের পরিবারদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবনটিতে ছিলেন ২০০’র বেশি মানুষ। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply