ট্রাকচাপায় ইসরায়েলি সেনা নিহত, ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

|

হামলার পর একটি ট্রাক ঘিরে রেখেছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের তল্লাশি চৌকিতে ট্রাক চালিয়ে তিন ইসরায়েলি সেনাকে চাপা দেন এক ফিলিস্তিনি। এ ঘটনায় এক সেনা নিহত হন এবং ওই ফিলিস্তিনিকেও গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এ ঘটনায় আরও ২ সেনা গুরুতর আহত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ জানায়, বেইত সিরা চৌকিতে হঠাৎ ঢুকে পড়েন ঐ ট্রাক চালক। এলোপাতাড়ি ট্রাক চালিয়ে চাপা দেন পাহারারত সেনাদের। এরপর তাকে ধাওয়া করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ৬ কিলোমিটার দূরের এক চেকপয়েন্টে তাকে গুলি করে হত্যা করে সেনারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইসরায়েলের অভ্যন্তরে কাজ করার অনুমোদন ছিলো ঐ ফিলিস্তিনির। একইদিন গভীর রাতে নাবলুসে টহল দেয়ার সময় বিস্ফোরণে আহত হয় ৪ সেনা। বুধবার (৩০ আগস্ট) রাতে ১৫ বছরের কিশোরকে হত্যার পরই ইসরায়েলি সেনাদের ওপর বেড়েছে ফিলিস্তিনিদের ক্ষোভ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply