ক্যাপিটল হিল হামলা: ‘প্রউড বয়েজ’ প্রধানকে ১৭ বছরের কারাদণ্ড

|

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার অপরাধে কট্টর ডানপন্থী সংগঠন ‘প্রাউড বয়েজে’র প্রধান জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রদ্রোহিতার ষড়যন্ত্রের দায়ে জো বিগস নামের ঐ নেতাকে সাজা দেয়া হয়। খবর রয়টার্সের।

২০২১ সালের ৬ জানুয়ারির ভয়াবহ হামলার ঘটনায় এটাই সর্বোচ্চ শাস্তি। সাবেক নৌবাহিনীর কর্মকর্তা জো বিগসের বিরুদ্ধে হামলায় প্ররোচণা দেয়ার অভিযোগ এনে তার ৩৩ বছরের কারাদণ্ড চান সরকারি কৌঁসুলিরা। তবে সম্পৃক্ততা বিবেচনায় সাজা কমিয়ে ১৭ বছরের কারাদণ্ড শোনান বিচারক।

এর আগে ক্যাপিটল হিলের হামলায় জড়িত আরেক প্রাউড বয়েসের নেতাকে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত। মূলত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলা চালান ট্রাম্পের ক্ষ্যাপাটে সমর্থকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply