আরও ১০০ মিলিয়ন ডলার ঋণ ফেরত দিলো শ্রীলঙ্কা

|

ফাইল ছবি।

বাংলাদেশ থেকে নেয়া ঋণের আরও একশ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। দেড় সপ্তাহে আগে আরও ৫০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছিল দেশটি।

কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ ব্যাংক থেকে এক বছর মেয়াদের জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। চার কিস্তিতে নেয়া সে ঋণের ৫০ মিলিয়ন ডলার পরিশোধ এখন বাকি রয়েছে।

মাত্র দেড় বছর আগেই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে প্রায় দেউলিয়া হবার জেরে দেশটিতে ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়। যার পরিণতিতে শ্রীলঙ্কার সরকারকে পদত্যাগ করতে হয়। দেশ ছাড়তে হয়েছিল দেশটির তৎকালীন রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশাকেও।

বৈদেশিক ঋণে জর্জরিত হয়ে সে সময় দেশটির এমন অবস্থা হয়েছিল যে আর আমদানি ব্যয় মেটাতে পারছিল না। এর জের ধরে খাদ্য, ওষুধসহ নিত্য পণ্যের তীব্র সংকট দেখা দেয়। তেলের স্টেশনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল মানুষকে। সে পরিস্থিতি এখন অনেকটাই কাটিয়ে উঠেছে দেশটি।

জমে উঠতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পর্যটন খাত। জ্যামিতিক হারে বাড়ছে দেশটির রেমিট্যান্স।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply