শ্রীলঙ্কা ছেড়ে পাকিস্তানের পথে সাকিবরা

|

ছবি: সংগৃহীত

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার চাটার্ড ফ্লাইটে কলম্বো থেকে পাকিস্তানের লাহোরের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৩ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি জিততেই হবে টাইগারদের।

সকাল সাড়ে দশটার পর কলম্বোর উদ্দেশে ক্যান্ডি ছাড়েন সাকিব-মুশফিকরা। ক্যান্ডি থেকে বাসে করে বিমানবন্দরে যান ক্রিকেটাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ সকল ক্রিকেটারই রওনা হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ দল। এমন হারের ফলে টাইগারদের সুপার ফোরে খেলার সমীকরণও অনেক জটিল হয়ে গেছে। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার ফোরে যাবে। গ্রুপের তিন দলই একটি করে ম্যাচ জিতলে এবং পয়েন্ট সমান হয়ে গেলে পরের পর্বে যাওয়ার টিকিট হয়ে উঠবে রানরেট। সেখানে শুরুতেই বেশ পিছিয়ে যাওয়ায় সেরা চারও অনিশ্চিত টাইগারদের জন্য।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply