সারাদেশ ডেস্ক:
গাইবান্ধায় দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করেন বিএনপি নেতাকর্মীরা। সেটি পৌর ভবনের সামনে এলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া।
তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে পুলিশ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় মহিলা দলের সহ সাধারণ সম্পাদকসহ প্রায় ১০ জন আহত হন।
এছাড়া, মাগুরার মোহাম্মদপুরেও বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাতে আহত হয়েছেন অন্তত ৫ জন।
দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কার্যালয়ের সামনে মিছিল নিয়ে জড়ো হচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে পুলিশ। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
/এমএন
Leave a reply