ইউক্রেনে দখলকৃত অঞ্চলের উন্নয়নে দুই হাজার কোটি ডলার বরাদ্দ রাশিয়ার

|

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত চার অঞ্চলের উন্নয়নে দুই হাজার কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়া হয়। খবর আল জাজিরার।

রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আড়াই বছর ধরে কেন্দ্রীয় বাজেট থেকে এসব অঞ্চলের উন্নয়নের জন্য এ অর্থ দেয়া হবে। বাসিন্দাদের ওষুধ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং পুনঃনির্মাণের লক্ষ্যেই এ বরাদ্দ দেয়া হয়েছে বলে দাবি পুতিন প্রশাসনের।

গত বছর অঞ্চলগুলোকে নিজেদের অংশ হিসেবে ঘোষণার কয়েক মাসের মধ্যেই রুশ সরকারের পক্ষ থেকে উন্নয়নের বিশাল এই বাজেটের ঘোষণা এলো। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। গত বছর যুদ্ধ শুরুর পর পূর্বাঞ্চলের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে পুতিন প্রশাসন। তবে এলাকাগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করে না মস্কো। রুশপন্থী শাসক নিয়োগ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply