হাল্যান্ডের হ্যাটট্রিকে গোল উৎসব ম্যানসিটি’র

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছেই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। ইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে আর্লিং হাল্যান্ডের হ্যাটট্রিকে ফুলহামকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো ম্যানসিটি।

নিজেদের ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ফুলহামকে আতিথ্য জানায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরু থেকেই ফুলহামের রক্ষণভাগের পরীক্ষা নেয় সিটির আক্রমণভাগ। ম্যাচের ৩০ মিনিটেই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। হাল্যান্ডের বাড়ানো বলে দুর্দান্ত এক শটে জালের দেখা পান এই আর্জেন্টাইন।

ছবি: সংগৃহীত

ম্যাচের ৩৩ মিনিটে সফরকারীরদের সমতায় ফেরায় রেয়াম। তবে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় নাথান আঁকের গোলে ফের এগিয়ে যায় সিটি। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধ কেবলই হাল্যান্ডের। ম্যাচের ৫৮ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান হাল্যান্ড। এরপর দলীয় ৭০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন হাল্যান্ড। ম্যাচে অতিরিক্ত ৬ মিনিটের লড়াইয়ের শেষ মুহূর্তে আরও একবার ফুলহামের জালে বল জড়ান হাল্যান্ড।আশেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

ছবি: সংগৃহীত

এবারের আসরে ২৩ বছর বয়সী হাল্যান্ডের এটি ষষ্ঠ গোল। গত মৌসুমে ৩৫ ম্যাচে ৩৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে সিটিজেনরা। সমান ম্যাচে ফুলহামের পয়েন্ট ৪। তাদের অবস্থান পয়েন্ট তালিকার ১৩ নম্বরে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply