বক্স অফিসে শাহরুখ খানের পাঠান ঝড়ের রেশ কাটতে না কাটতেই যেন আবারও ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। কিং খানের নতুন ছবি জাওয়ানের মুক্তির এখনও বাকি চারদিন। আর এরইমধ্যে প্রথম দিনের শো’র প্রায় ২ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। খবর পিঙ্ক ভিলার।
কোভিড মহামারির কারণে বেশ মন্দা চলছিল বলিউডে। বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছু হল। তবে এবার জাওয়ান রিলিজের ফলে খুলতে শুরু করেছে সেসব বন্ধ হয়ে যাওয়া হল। অগ্রিম টিকিট বিক্রিতে ইতোমধ্যে ২ মিলিয়ন ডলার ঝুলিতে নিয়েছে ছবিটি।
গত ২ দিনের বিক্রি হওয়া টিকিটের পরিমাণ পাঠানকে ছাড়িয়ে গেছে। যদি মুক্তির আগে এই ধারা অব্যাহত থাকে, তবে বলিউডে নতুন ইতিহাস গড়বে জাওয়ান।
জাওয়ান ছবিটি পরিচালনা করেছেন, অ্যাটলি কুমার। শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন, নয়নথারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। ছবিটির আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এটিএম/
Leave a reply