জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

|

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা আল-আমিন মৃধাকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা মোতালেব মৃধার বিরুদ্ধে।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মিলঘর এলাকায় আলামিনকে কুপিয়ে আহত করলে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।

মৃত আল-আমিন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের শানু মৃধার ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

আল আমিনের আরেক চাচার ছেলে ইরফান মৃধা বলেন, আমরা সবাই মিলে ঘরে ছিলাম। এর মধ্যে আল-আমিন ভাইয়া একা বাড়ির দিকে রওনা হয়। কিছুক্ষণ পরে আমরা দেখি অনেক মানুষজন দৌড়াদৌড়ি করছে। এরপর আমাদের চাচা মোতালেব মৃধা ও তার সাথে আরও আট থেকে দশ জন লোককে দেশীয় অস্ত্র নিয়ে চলে যেতে দেখি। পরে আমরা দৌড়ে গিয়ে আল-আমিন ভাইয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত পটুয়াখালী হাসপাতাল নিয়ে আসি।

আল-আমিনের আরেক চাচাত ভাই ইমরান মৃধা বলেন, জমি নিয়ে আলামিন ভাইয়ের সাথে মোতালেব চাচার বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। ওই বিরোধের জেরে গত বছর আমাকে ও আলামিন ভাইকে কুপিয়ে আহত করেছিল মোতালেব চাচার নেতৃত্বে একদল সন্ত্রাসী।

এ ব্যাপারে মোতালেব মৃধার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply