কৌশলগত পরমাণু হামলার পরীক্ষা উত্তর কোরিয়া

|

কৌশলগত পরমাণু হামলার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রোববার (৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম-কেআরটিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, শনিবার পশ্চিম উপকূলের দিকে দু’টি দূরপাল্লার ক্রুজ মিসাইল ছোঁড়ে পিয়ংইয়ং। কৃত্রিম পরমাণু ওয়্যারহেড বহন করছিল সেগুলো। দেড়শ’ মিটার উচ্চতায় ১৫ কিলোমিটার পাড়ি দেয় ক্ষেপণাস্ত্র দু’টি। পিয়ংইয়ংয়ের দাবি, কৃত্রিম এ হামলার মধ্য দিয়ে শত্রুপক্ষকে সতর্ক করাই উদ্দেশ্য ছিল। পরমাণু যুদ্ধ হলে নিজেদের প্রস্তুতি সম্পর্কে শত্রুপক্ষকে জানান দেয়াও ছিল এর অন্যতম উদ্দেশ্য।

এদিন ওয়াশিংটন ও সিউলের বেপরোয়া আচরণের বিরুদ্ধে আবারও নিজেদের সামরিক পদক্ষেপ বাড়ানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়া। একই দিন জাহাজ নির্মাণ ও অস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করেন সর্বোচ্চ নেতা কিম জং উন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply