গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলে দাবানল পরিস্থিতি লাগামহীন। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘দাদিয়া ন্যাশনাল ফরেস্ট’। খবর রয়টার্সের।
এই দাবানলে পুড়ছে হাজার-হাজার একরের বনভূমি। ইভরোস অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ১২২টি গাড়ি। ৬০০ এর কাছাকাছি কর্মী দিনরাত আগুন নেভানোর কাজ করছেন। তাদের সাথে রয়েছে ১৭টি হেলিকপ্টারও। ইউরোপের ৯টি দেশের বিশেষ দল পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে।
ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য অনুসারে, গেলো ২৩ বছরে এটি মহাদেশটির সবচেয়ে শক্তিশালী ও সর্ববৃহৎ দাবানল। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আগস্টের শেষ নাগাদ গ্রিসে ছড়ায় ভয়াবহ দাবানল।
/এমএন
Leave a reply