রাশিয়ায় অস্ত্র সরবরাহের দাবি নাকচ দক্ষিণ আফ্রিকার

|

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের কাছে গত ডিসেম্বরে অস্ত্র বোঝাই রাশিয়ান জাহাজ অবস্থান করছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম সরবরাহের কোনো প্রমাণ মেলেনি, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসির।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, আমরা রাশিয়ায় অস্ত্র পাঠিয়েছি এমন কোনো প্রমাণ মেলেনি তদন্তে। কি ধরনের অস্ত্র জাহাজ থেকে খালাস করা হয়েছে তা অত্যন্ত গোপনীয় বিষয়। এটি ফাঁস হয়ে গেলে দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা ঝুকির মুখে পড়তে পারে।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে একটি রুশ পতাকাবাহী জাহাজকে দক্ষিণ আফ্রিকার বন্দরে অবস্থান নিতে দেখা যায়। কার্গো নেয়ার পর রাশিয়ার দিকে রওনা হয় জাহাজটি। ওই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে, জাহাজটিতে সমরাস্ত্র পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।

মূলত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চলা অবস্থায় মস্কোকে এমন সহায়তা নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন উঠে। এরপরই স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন সিরিল রামাফোসা। তদন্তে কমিটি জানায়, রাশিয়াকে জাহাজে করে অস্ত্র সরবরাহের কোনো প্রমাণ মেলেনি।

/এআই/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply